ব্যবসার ক্ষেত্রে ওয়েবসাইট থাকা কেন প্রয়োজন?

  • June 23, 2019
  • vsnadmin
  • 1 min read

একটি পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের প্রায় শতকরা ৭০ ভাগ ব্যবসার নিজস্ব কোন ওয়েবসাইট নেই। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শুধুমাত্র একটি ওয়েবসাইট দ্বারা তাদের ব্যবসা আরো অধিকভাবে প্রসার করতে পারে। কারণ একটি ওয়েবসাইট পারে খুব দ্রুত এবং সহজেই যেকোন ব্যবসা মানুষের কাছে পৌঁছে দিতে।

এই অনলাইন বা ইন্টারনেটের যুগে বাংলাদেশে একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা নানানভাবে সুবিধা পেতে পারি, নিচে উল্লেখযোগ্য কিছু বিষয় দেয়া হলঃ

  • দিন হোক আর রাত হোক আপনার প্রদত্ত প্রডাক্ট বা সার্ভিসের বিস্তারিত দেখে নিতে পারবেন যে কেউ।
  • আপনার যদি ইকমার্স ব্যাবসা হয় তাহলে ২৪ ঘন্টা আপনার দোকান খোলা থাকবে।
  • বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনার ব্যাবসা সম্পর্কে জানতে পারবে।
  • খুব কম খরচেই শুরু করা যায়।
  • আপনার প্রতিষ্টান বা পন্যের ইন্ট্রো ভিডিও রাখতে পারেন যা দিয়ে সহজেই আপনার ভিজিটর আপনার পন্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারনা পাব।
  • আপনার প্রডাক্ট বা সার্ভিসের প্রাইস গাইড রাখতে পারেন যেখান থেকে ভিজটর রা আপনার প্রাইসিং সম্পর্কে একটা আইডিয়া পাবেন।
  • আপনার কাষ্টমারদের রিভিউ রাখতে পার।
  • আপনার প্রতিষ্টানের সাথে যোগাযোগ করার সকল ধরনের তথ্য যেমন সরাসরি যোগাযোগের ঠিকানা, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি রাখতে পারবেন।
  • কন্টাক্ট পেইজে ভিজিটরদের সাথে সহজে যোগাযগ স্থাপন করার জন্য একটি কন্ট্যাক্ট ফর্ম রাখতে পারবেন।
  • কন্টাক্ট পেইজে গুগলের ম্যাপ রাখতে পারবেন যেনো সহজেই আপনার অফিস খুজে বের করা যায়।
  • যে কোনো ধরনের অফার বা ঘোষনা আপনার ওয়েব সাইটে দিয়ে দিতে পারবেন।
  • আপনি আপনার ওয়েবসাইট কে ৩৬০ ডিগ্রি কমিউনিকেশনের মধ্যমনি হিসেবে বিবেচনা করতে পার।
  • আপনার ফেইসবুক, টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি আপনার ওয়েবসাইটে সনযুক্ত করতে পারবেন।

আর এইসব দিক চিন্তা করে ভার্চুয়ানিক স্যলুশনস নিয়ে এসেছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট ডিজাইনে আর্কষণীয় সব প্যাকেজ। আমাদের প্যাকেজসমূহ জানতে ভিজিট করুন অথবা যোগাযোগ করুনঃ

মোবাইলঃ ০১৫১১-১১৬৬৮৮

ওয়েবসাইটঃ www.virtuanic.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
Need Help?
Welcome to Virtuanic Solutions, thank you for reaching us!